রাষ্ট্রপতির ক্ষমা ব্যবহারে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট
- By Jamini Roy --
- 20 January, 2025
সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এই রিটটি ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে দায়ের করেছেন।
রিটের মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে, কেন কোনো নীতিমালা ছাড়াই রাষ্ট্রপতির ক্ষমা ব্যবহারের প্রক্রিয়া অসাংবিধানিক হবে না। রিটে বলা হয়েছে যে, রাষ্ট্রপতির ক্ষমা ব্যবহারের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট নীতিমালা বা নির্দেশিকা নেই। এর ফলে, ক্ষমা প্রদান প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং এর অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয় যে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতা অবাধ এবং কোন নির্দিষ্ট নীতিমালা ছাড়াই প্রয়োগ করা হচ্ছে। এতে অসংখ্য সাজাপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছেন, যাদের মধ্যে সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজের ভাই জোসেফ এবং আসলাম ফকির উল্লেখযোগ্য।
আইনজীবী ইশরাত হাসান আরও দাবি করেন যে, বিগত সরকারের আমলে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার হয়েছে, যার ফলে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে ন্যায়বিচার নিয়ে সন্দেহ ও আশঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার সঠিক ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি।
রিটে আবেদন করা হয়েছে যে, রাষ্ট্রপতির ক্ষমা ব্যবহারের ক্ষেত্রে একটি সুষম এবং স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত, যাতে এই ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় এবং জনগণের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি পায়।
রিটের বিবাদী হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পার্লামেন্ট সচিব এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্ট থেকে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে রাষ্ট্রপতির ক্ষমা ব্যবহারের বৈধতা এবং নীতিমালা প্রণয়ন নিয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া যায়।